ফান্ড তহবিল বরাদ্দের নীতিমালা মানছে না গ্রিন ক্লাইমেট : টিআইবি
- আপডেট সময় : ০৪:০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
- / ১৬১৭ বার পড়া হয়েছে
বৈশ্বিক জলবায়ু তহবিলের অন্যতম উৎস গ্রিন ক্লাইমেট ফান্ড বা জিসিএফ বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোকে বঞ্চিত করে নিয়ম ভেঙ্গে আন্তির্জাতিক সংস্থাগুলোকে বেশি বরাদ্দ দিচ্ছে। তাদের কার্যক্রমকে হতাশাজনক ও দূর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করেছে দূর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বংলাদেশ- টিআইবি। কোনো আন্তর্জাতিক সংস্থার অনিয়ম নিয়ে টিআইবির প্রথম পর্যবেক্ষণ এটি।
দুপুরে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সংগঠনটির নির্বাহী পরিচালক ড. ফতেখারুজ্জামান। তিনি বলেন, জিসিএফ এর নিয়ম অনুযায়ী জলবায়ুগতভাবে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোকে বেশি বরাদ্দ দেয়ার কথা। কিন্তু সেখানে ইউএনডিপি, ওয়ার্ল্ড ব্যাংকসহ এমন আন্তর্জাতিক সংস্থাগুলোকে দেয়া হচ্ছে দেশি অনুদান। আবার কোনো কোনো ক্ষেত্রে অনুদানের অর্থ দেয়া হচ্ছে ঋণ হিসেবে। ফলে কৌশলে ঋণের বোঝা চাপিয়ে দেয়া হচ্ছে বাংলাদেশের মত দেশগুলোকে। সার্বিকভাবে জিসিএফ এর কার্যক্রমকে দূর্নীতি বলে উল্লেখ করেছে টি আই বি। তাই জি সি এফ থেকে নিজেদের পাওনা আদায়ে আরো তৎপর হতে সরকার ও দেশের জিসিএফভুক্ত সংস্থাগুলোকে আরো তৎপর হবার পরামর্শ দিয়েছে টি আই বি। বলছে, দূর্নীতির অযুহাত তুলে বাংলাদেশকে জলবায়ু তহবিল থেকে বঞ্চিত করা মেনে নেয়া যায় না। ফতেখারুজ্জামান, বলেন আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে যোগসাজসে হচ্ছে এই পরিস্থিতি।