ফার্স্ট লেডি জাতের পেঁপে চাষে ব্যাপক সাফল্য
- আপডেট সময় : ০৩:২৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
- / ২০৭১ বার পড়া হয়েছে
বাণিজ্যিকভাবে তাইওয়ানের উচ্চ ফলনশীল ফার্স্ট লেডি জাতের পেঁপের চারা তৈরি ও চাষ হচ্ছে বগুড়ায়। রোপনের মাত্র দু’মাসেই ফল আসছে। ফলন বেশি হওযায় লাভবান হচ্ছেন চাষিরা। নতুন এ জাতের পেঁপে নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে স্থানীয়দের মাঝে ।
শাজাহানপুরের শাহনগরের আমজাদ হোসেন প্রায় তিন বছর আগে তাইওয়ানের ফার্স্ট লেডি জাতের পেঁপের চারা উৎপাদন শুরু করেন। এখন ক্ষেতে বাণিজ্যিকভাবে এর চাষ হচ্ছে। প্রায় ৫ ফুট উচ্চতার একটি গাছে ৮০ থেকে প্রায় ১১০ কেজি পেঁপে ধরছে। একটি পেঁপের ওজন এক থেকে পাঁচ কেজি পর্যন্ত। ভাইরাস সহনশীল এ পেঁপে চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা।
নতুন জাতের এ পেঁপে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। ক্ষেত দেখতে বিভিন্ন এলাকা থেকে আসছেন আগ্রহী চাষীরা। চারাও যাচ্ছে বিভিন্ন জেলায়।
পেঁপে চাষ সম্প্রসারণের সরকারি উদ্যোগের কথা জানান, এই কৃষি কর্মকর্তা।
কাঁচায় সবজি আর পাকাতে সুস্বাদু ফল হিসেবে চাহিদা বাড়ছে পেঁপের । সরকারি হিসেবে, বগুড়ায় সাড়ে ৩শ’ হেক্টর জমিতে পেঁপের চাষ হয়েছে।