ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সরকার প্রতিনিয়ত কাজ করছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পর্যায়ক্রমে সব উপজেলায় ফায়ার স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
‘প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দুর্যোগ মোকাবিলায় আনবে গতি’- এ প্রতিপাদ্যে দেশজুড়ে সচেতনতা বাড়াতে তিনদিনব্যাপী শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০।
বৃহস্পতিবার সকালে মিরপুর-১০ নম্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ এর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। যে কোন দুর্যোগ মোকাবিলায় কর্মী বাহিনীকে শক্তিশালী করতে সব ধরণের পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি।
এই আয়োজনে কর্মীদের পেশাগত দক্ষতার পাশপাশি জনসাধারণের সঙ্গে সম্ম্পৃক্ততাও বাড়বে, মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে ১২৯টি নতুন ছাড়াও ফায়ার স্টেশন স্থাপন ছাড়া আরও ১১টি আধুনিক মডেল স্টেশন স্থাপনের পরিকল্পনা সরকারের আছে।
দমকলবাহিনী জনগণের বন্ধু দাবি করে কর্মীদের প্রশিক্ষণের জন্য বঙ্গবন্ধু ফায়ার একাডেমি স্থাপনের কথা জানান তিনি।
২১ নভেম্বর ফায়ার সার্ভিস সদর দপ্তরে রাষ্ট্রীয় পদকপ্রাপ্তদের মধ্যে পদক বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে সপ্তাহ কার্যক্রম শেষ হবে।