ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোতে যোগ দেয়ার বিষয়ে সতর্ক করলো রাশিয়া
- আপডেট সময় : ০৪:৫৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোতে যোগ দেয়ার বিষয়ে সতর্ক করলো রাশিয়া। তাদের এই পদক্ষেপ ইউরোপে স্থিতিশীলতা আনবে না বলে যুক্তি দিয়েছে রুশ প্রশাসন। রাশিয়ার ওপর জ্বালানি নিষেধাজ্ঞার পরিণাম ভালো হবে না সতর্ক করেছে ওপেক।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন- ন্যাটো একটি হাতিয়ার যা সংঘর্ষ বাঁধানোর জন্য উন্মুখ হয়ে থাকে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা মস্কোর অভিযানকে একটি ‘বিশাল কৌশলগত ভুল’ বলে উল্লেখ করে ন্যাটোকে আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছেন।
রাশিয়ার হামলায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক এবং বেসামরিক স্থাপনা এবং সেইসাথে জ্বালানির মজুদ ক্রমেই শেষ হয়ে আসছে বলে জানাচ্ছে কিয়েভ। জরুরী ভিত্তিতে
ট্যাংক, সামরিক ড্রোনের নতুন সরবরাহ দরকার বলেও ইউক্রেনের পক্ষ থেকে বলা হচ্ছে।
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ খারকিভে রাতভর গোলাবর্ষণে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১১ বাসিন্দা। নিহতদের মধ্যে ৭ জনই শিশু। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে এ তথ্য নিশ্চিত করেন প্রাদেশিক গর্ভনর।
সোমবার ওপেকের মহাসচিব মোহাম্মদ বারকিন্দো বলেন, ইউরোপে যে তেল সংকট তৈরি হবে, তা পূরণের জন্য বিকল্প উৎস নেই।