ফিফা প্রীতি ম্যাচে জিতেছে ব্রাজিল ও আর্জেন্টিনা
- আপডেট সময় : ১০:১৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
ফিফা প্রীতি ম্যাচে জিতেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। নেইমারের একমাত্র গোলে জাপানকে হারিয়েছে ব্রাজিল আর এস্তোনিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার তৃতীয় ফুটবলার হিসেবে এক ম্যাচে পাঁচ গোল করে রেকর্ড করলেন লিওনেল মেসি।
এবারই প্রথম জাতীয় দলের জার্সিতে তিনবারের বেশি প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন এলএমটেন।
স্পেনের পাম্পলোনা স্টেডিয়ামে ম্যাচের শুরুতে এস্তোনিয়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে আর্জেন্টিনা। ম্যাচের ৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন লিওনেল মেসি। প্রথমার্ধের বিরতির আগে নিজের দ্বিতীয় গোল করেন পিএসজি তারকা। বিরতি থেকে ফিরে ৪৭ মিনিটে হ্যাটট্রিক তুলে নিলেন এই আর্জেন্টাইন সুপারস্টার। এরপর ৭১ ও ৭৬ মিনিটে আরও দুই গোল করে নিজের ও দলের পঞ্চম গোল পূর্ণ করেন লিওনেল মেসি। পুরো ম্যাচে ৭৯ ভাগ বল দখলে রেখেছে আর্জেন্টিনা, প্রতিপক্ষের জালে শট নিয়েছে ২৪টি’র বেশি। বিপরীতে মাত্র চারটি শট নিতে পেরেছে এস্তোনিয়া।