ফিলিপাইনের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
- / ১৬২১ বার পড়া হয়েছে
ফিলিপাইনের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ১। ভোর পৌনে ৫টার দিকে আঘাত হানে ভূকম্পন।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, প্রবল কম্পনে ভবন ও ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে। এ সময় রাজধানীতে বিল্ডিং ছেড়ে লোকজনকে পালিয়ে যেতে দেখা গেছে। তাৎক্ষণিক হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে এতে অনেক ক্ষতি হয়েছে। ভূমিকম্পটি আবরা প্রদেশের চারপাশে একটি পাহাড়ি এলাকা থেকে উৎপত্তি হয়। এ কম্পনটি ২৫ কিলোমিটার গভীরতায় স্থানীয় ফল্টে চলাচলের মাধ্যমে শুরু হয়েছিল। শক্তিশালী এই ভূকম্পন রাজধানী ম্যানিলায়ও তীব্রভাবে অনুভূত হয়েছে এবং ভূমিকম্পের পরে শহরের মেট্রোরেল ব্যবস্থা স্থগিত করা হয় বলে জানিয়েছে দেশটির পরিবহনে মন্ত্রণালয়। খালি করা হয় রাজধানীর সিনেট ভবনও।