ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘রাই’–এর আঘাতে মৃত মানুষের সংখ্যা বেড়ে ৭৫
- আপডেট সময় : ০১:৫৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘রাই’–এর আঘাতে মৃত মানুষের সংখ্যা বেড়ে ৭৫ হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় জরুরি ভিত্তিতে খাবার ও পানি সরবরাহের চেষ্টা করছে কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতিবেগে আঘাত হানে ঘূর্ণিঝড় রাই। এতে অনেক জায়গায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ে । ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে তিন লাখেরও বেশি মানুষ। বন্যাদুর্গত এ প্রদেশে মৃত মানুষের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছে উদ্বারকমীরা। বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় সেনাবাহিনী, পুলিশ, কোস্টগার্ড ও দমকল বাহিনীর হাজারো সদস্যকে মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে রাইয়ের আঘাতে ক্ষয়ক্ষতির পরিমান, ২০১৩ সালে আঘাত হানা শক্তিশালী ঝড় হাইয়ানের থেকেও বেশি। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা ফিলিপাইনে প্রতিবছর গড়ে ২০টি ঝড় আঘাত হানে।