ফিলিপাইনে দক্ষিণাঞ্চলীয় জেলা শহরে ভয়াবহ হামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০১:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
ফিলিপাইনে দক্ষিণাঞ্চলীয় জেলা শহরে দুটি ভয়াবহ হামলায় পাঁচ সেনা সদস্যসহ ১০ জন নিহত হয়েছেন। এতে ১৬ সেনা সদস্যসহ আহত হয়েছেন বেশ কয়েকজন ।
সোমবার স্থানীয় সময় দুপুরে জুলু দ্বীপে স্থানীয় জঙ্গিগোষ্ঠী আবু সায়াফ এ হামলা চালায় বলে দাবি দেশটির নিরাপত্তা কর্মীদের। সেনাবাহিনীর একটি ট্রাকের কাছে মোটরসাইকেল বোঝাই বিস্ফোরকের মাধ্যমে এ হামলা চালানো হয়। এতে ৫ সেনাসহ ৯ জন নিহত হন।দ্বিতীয় আরেকটি বিস্ফোরণে আক্রান্ত হন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে একজন নিহত ও ১৭ জন আহত হন। এর আগে ২০১৯ সালে একটি ক্যাথলিক গির্জার ভেতরে হামলার ঘটনায় ২০ জন নিহত হন। তার কাছেই সোমবার এ হামলার ঘটনা ঘটল।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।