ফিলিপাইনে মেগির প্রভাবে ভারী বর্ষণে ভূমিধস এবং বন্যায় অন্তত ২৪ জনের প্রাণহানি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
- / ১৫১৭ বার পড়া হয়েছে
ফিলিপাইনে দক্ষিণ এবং মধ্যাঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মেগির প্রভাবে ভারী বর্ষণে ভূমিধস এবং বন্যায় অন্তত ২৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
একইসঙ্গে ঝড়ের তাণ্ডবে বহু বাড়িঘর, রাস্তাঘাট এবং অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে।একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ঝড়ের তাণ্ডবে দেশটির দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের ১৩ হাজারের বেশি মানুষ জরুরি আশ্রয় কেন্দ্রে পালিয়েছেন। এছাড়া ঝড়বৃষ্টির প্রভাবে সৃষ্ট বন্যায় অনেক বাড়িঘর, আবাদি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।