ফিলিস্তিনিদের সঙ্গে ফের ইসরাইলি সেনাদের সংঘর্ষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
জেরুজালেমের আল-আকসা মসজিদের চত্বরে ফিলিস্তিনিদের সঙ্গে ফের ইহুদিবাদী ইসরাইলি সেনাদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ৩১ ফিলিস্তিনি আহত হয়েছেন। এদিকে পবিত্র আল আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান জানিয়েছে আরব লিগ। প্রাণঘাতী সহিংসতার পর এবারই প্রথমবার নীরবতা ভাঙলো আরব লিগ।
চলমান অস্থিরতার মধ্যে জর্ডানে আলোচনায় বসে লিগের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি। আলোচনায় ইসরায়েলকে হুঁশিয়ারি করে বলা হয়, রমজান মাসেও পবিত্র মসজিদে ইহুদিরা প্রার্থনা চালিয়ে গেলে সহিংসতা আরো ছড়াবে। এসময় তারা মুসলিমদের মসজিদে প্রবেশে বাধা দিয়ে পুলিশি নিরাপত্তায় ইহুদিদের ভেতরে নেয়ার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করে। গত শুক্রবার আল আকসায় ছড়ায় চরম সংঘাত।যাতে আহত হয় অন্তত দেড় শতাধিক ফিলিস্তিনি, আটক হয় ৩’শ মানুষ।