ফিলিস্তিনের নির্বাচন হঠাৎ করে বাতিলের প্রতিবাদে গাজায় বিক্ষোভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
দীর্ঘ ১৫ বছর পর আয়োজিত ফিলিস্তিনের নির্বাচন হঠাৎ করে বাতিল ঘোষণার প্রতিবাদে গাজায় গত শুক্রবার থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে।
তিন মাস আগে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঘোষণা করেছিলেন, আগামী ২২ মে ফিলিস্তিনি পার্লামেন্ট এবং ৩১ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু গেল শুক্রবার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ফিলিস্তিনের স্বশাসিত সরকারের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনি ভূখণ্ডে পরিকল্পিত সংসদ নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দেন। ইসরাইল অধিকৃত পূর্ব জেরুজালেমের জনগণের অংশগ্রহণ নিশ্চিত না করা পর্যন্ত উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচনের তারিখ স্থগিত রাখা হয়েছে বলে জানান তিনি। নির্বাচন স্থগিত করার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।