ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবক হত্যার প্রধান আসামি খোকনকে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবক হত্যার প্রধান আসামি খোকনকে গ্রেফতার করেছে সিআইডি। ভোরে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মক্তা ধর। তিনি জানান, গেলো ১৬ জুলাই বগুড়ার গাবতলীতে ফুটবল খেলায় পেনাল্টিকে কেন্দ্র করে প্রতিপক্ষ মামুনের সঙ্গে তর্কে জড়ায় আব্দুল মোতালেব খোকন। এর জেরে মামুনকে হত্যার পরিকল্পনা করে খোকন। রাত সাড়ে ৯টার দিকে তিন মাথা মোড়ে পিন্টুর দোকানে মামুনকে একা পেয়ে দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে, সে মারা যান। তার মা গাবতলী থানায় মামলা করেন। আজ ভোরে ঢাকার কেরানীগঞ্জ থেকে প্রধান আসামি খোকনকে গ্রেফতার করে সিআইডি।