‘ফুড এন্ড কেমিক্যাল ল্যাব এক্সপো’র উদ্বোধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৪:০২ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
মান পরীক্ষার মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ফুড এন্ড কেমিক্যাল ল্যাব এক্সপো’ উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। খাদ্যমন্ত্রী বলেন, শুধু আইন প্রয়োগ করেই এর সমাধান সম্ভব নয়। মানসম্পন্ন পরীক্ষাগারের পাশাপাশি জনসচেতনতা গড়ে তোলাও জরুরি। যোগ্য জাতি গঠনে নিরাপদ খাদ্যের বিকল্প নেই। উন্নত ও সুখি সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়তে এটি সহায়তা করবে। ইউএসডিএ ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত দেশের প্রথম এই খাদ্য ও পরীক্ষাগার প্রদর্শনীতে ৩৮টি সরকারি বেসরকারি ল্যাবরেটরি অংশগ্রহণ করে ফুড এন্ড কেমিক্যাল ল্যাবে।