ফুলতলার ইব্রাহিম হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
খুলনার ফুলতলায় ইব্রাহিম হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিন আসামীকে খালাস দিয়েছে আদালত।
দুপুরে অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় দেন। এছাড়াও দণ্ডপ্রাপ্ত তিন আসামীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়ছে। সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, মোহাম্মদ পারভেজ, কামাল হোসেন ও আরিফুর ইসলাম দিপু। এদের মধ্যে কামাল হোসেন ও আরিফুর রহমান দিপু পলাতক। যারা খালাস পেয়েছেন তারা হলেন সোহেল বিশ্বাস, মাসুদুর রহমান, জুবায়ের হাসান বনি। আদালত সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে ২০১৬ সালে ইব্রাহীম বিশ্বাসকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে আসামিরা। হত্যার পর ফুলতলা কারিগরপাড়ার বাইতুর রহমত জামে মসজিদের সেফটি ট্যাঙ্কে ফেলে রাখে। পরবর্তীতে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পিতা ইসমাইল বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা করেছিলেন।