ফেঞ্চ ওপেন কোয়ার্টার ফাইনালে নোভাক জোকোভিচের প্রতিপক্ষ রাফায়েল নাদাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
ফেঞ্চ ওপেন কোয়ার্টার ফাইনালে রাতে মাঠে নামবে নোভাক জোকোভিচ, প্রতিপক্ষ রাফায়েল নাদাল। রোলা গাঁরোতে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ১২টা ৪৫ মিনিটে। এদিকে চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছেন সিতসিপাস ও মেদভেদেভ।
ফাইনালের আগে এ যেন আরেক ফাইনাল। একপাশে নোভাক জোকোভিচ অন্য পাশে রাফায়েল নাদাল। প্রথম রাউন্ডের ড্রয়ের পর থেকেই যে অপেক্ষা। সবকটি ম্যাচ জিতলে কোয়ার্টারে মুখোমুখি হবেন নাদাল-জোকো। সেই সম্ভাবনা রূপ নিলো বাস্তবে। শেষ আটে নাম লিখাতে গিয়ে আর্জেন্টিনার ডিয়েগো শোয়ার্টজমানকে হারিয়েছেন জোকোভিচ। কিন্তু সার্বিয়ান তারকার মত সহজ হয়নি নাদালের চতুর্থ রাউন্ডের বাধা টপকানো। কানাডার আলিয়াসিমকে হারাতে অপেক্ষা করতে হয় শেষ সেট পর্যন্ত। রেংকিংয়ে সেরা জোকোর বিপরীতে ইনজুরির সঙ্গে লড়াই করা নাদাল আছেন ৫ নম্বরে।