ফেনীতে উদ্ধারকৃত প্রায় ১৭ কোটি টাকার মাদকদ্রব্য নষ্ট করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ফেনীতে উদ্ধারকৃত প্রায় ১৭ কোটি টাকার মাদকদ্রব্য নষ্ট করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন। দুপুরে বিজিবির জায়লস্কর সদর দপ্তরে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।
আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী। এ সময় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক কর্ণেল মো. মারুফুর আবেদীন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজগর আলী, অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নোয়াখালীর সহকারী পরিচালক আবদুল হামিদ জানায়, গেল ১ জানুয়ারি ২০১৮ তারিখ হতে ৩০ জুন ২০২২ তারিখ পর্যন্ত উদ্ধারকৃত মাদক দ্রব্য ধ্বংস করা হয়।