ফেনীতে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় ১৫টি স্বর্ণের বার উদ্ধার হয় ডিবির ওসি বাসা থেকে
- আপডেট সময় : ০২:০২:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
ফেনীতে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় ১৫টি স্বর্ণের বার উদ্ধার হয় ডিবির ওসি সাইফুলের বাসা থেকে। তবে, বাকি পাঁচটির খোঁজ মেলেনি এখনো। ব্যবসায়ীরা জানান, বৈধ স্বর্ণের ব্যবসায়ও প্রতিনিয়ত আইনশৃংঙ্খলা বাহিনীর হাতে হয়রানির শিকার হচ্ছেন। এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
গত আট আগষ্ট রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ফেনীর ফতেহপুর রেল ওভারপাসের নিচে স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাসের ব্যক্তিগত গাড়ির গতিরোধ করে গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর সাইফুল ইসলাম, উপ পরিদর্শক মোতাহার হোসেন, নুরুল হক ও মিজানুর রহমানসহ ডিবির একটি দল। ২০টি স্বর্ণের বার রেখে ব্যবসায়ীকে ছেড়ে দেন তারা। এরকম ঘটনা অহরহ ঘটছে বলে জানান, ব্যবসায়ীরা।
ডাকাতি ঘটনায় ছ’পুলিশ কর্মকর্তাকে রিমান্ডে নেয়ার পাশাপাশি অধিকতর তদন্ত করা হচ্ছে। স্বর্ণের বাকি বারগুলো উদ্ধারে চেষ্টা চলছে বলে জানান, পুলিশ সুপার।
এদিকে, মামলার এজাহারে ব্যবসায়ী গোপাল চট্টগ্রাম জুয়েলারী সমিতির সদস্য দাবি করলেও, তাকে চেনেনা বলে জানান সমিতির নেতারা। উদ্ধার করা স্বর্ণের বার বৈধ না অবৈধ, সে ব্যপারে এখনও তথ্য দিতে পারেনি পুলিশ।