ফেনীতে ধানের ভেজাল বীজ নিয়ে বিপাকে হাজারো কৃষক
- আপডেট সময় : ০৬:৪৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ফেনীতে ধানের ভেজাল বীজ নিয়ে বিপাকে পড়েছে হাজারো কৃষক। কৃষি উন্নয়ন কর্পোরেশন থেকে কেনা আমন জাতের ধান চাষ করে ক্ষতিগ্রস্থ হয়েছে অনেকেই। তাদের অভিযোগ, বিএডিসির বীজে বিভিন্ন ধানের মিশ্রণ এবং নিম্নমানের হওয়ায় কোনোটা পেকে গেছে আবার কোনোটার শীষ বেরিয়েছে। কৃষক দিশেহারা হয়ে পড়লেও, তাদের ক্ষতির দায়ভার কেউ নিতে চাচ্ছে না।
ফেনীর দাগনভূঞার জায়লাস্করার মাসুদুর রহমান বিএডিসি’র ব্রি-১১,২২ ও ৫১ আমন জাতের বীজ কিনে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেন।
তার মতো জেলার অনেক কৃষকেরই একই অভিযোগ। বস্তায় বিএডিসির সীল থাকলেও, বাস্তবে মিলছে অন্য কিছু। ব্যাপক ফলন বিপর্যয়ে দিশেহারা কৃষক এখন ঋণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
বীজ কেনার সময় রশিদ দেয়নি, বিএডিসি। কৃষকের এমন অভিযোগ মানতে নারাজ সংস্থাটি।
কৃষি বিভাগ জানায়, ভেজাল ও মিশ্র বীজের কারণে প্রায় শতাধিক একর জমির ফলন বিপর্যয় হয়েছে। ক্ষতিগ্রস্থদের ব্যপারে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ক্ষতি পুষিয়ে দেয়াসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।