ফেনীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
ফেনীর দাগনভূঞায় বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন তিনজন।
সকালে দাগনভূঞা- বসুরহাট সড়কের দুধমূখা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, ফেনী থেকে নোয়াখালীর বসুরহাট গামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক আসা ড্রিম লাইন পরিবহণ নামে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।এসময় আহত হন তিনজন।পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কতর্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, ফুলবাড়ির সোলাইমানের ছেলে মো: জাকারিয়া এবং নেত্রকোনার বাচ্চু মিয়ার ছেলে আইনুল হক।