ফেনীতে ব্রি-৫ হাইব্রিড ধান পরীক্ষামূলক চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন স্থানীয় কৃষকরা
- আপডেট সময় : ০৪:০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
ফেনীতে ব্রি-৫ হাইব্রিড ধান পরীক্ষামূলক চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন স্থানীয় কৃষকরা। পোকামাকড় ও রোগবালাই সহনীয় এবং অল্প সময়ে অধিক ফলনশীল হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। ক্রমে কৃষকরা ঝুকছেন এই ধান চাষে। ব্রি-৫ হাইব্রিড ধান চাষে দেশের খাদ্য উৎপাদন বাড়াতে সহায়ক হবে বলে মনে করে কৃষিবিভাগ।
ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নে ৫৫ শতাংশ জমিতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত উচ্চফলনশীল ব্রি-৫ হাইব্রিড ধান আবাদ করেন এক কৃষক।
ব্রি ২৮ জাতের অনুরুপ ব্রি ৫ হাইব্রিড ধান অল্প সময়েই ইতিবাচক ফল দেয়। ধান গবেষণা ইনস্টিটিট বীজ প্রদান ও চাষাবাদ সংশ্লিষ্ট প্রয়োজনীয় পরামর্শ দেয়ায় ফলন ভালো হওয়ায় এটি চাষে আগ্রহ প্রকাশ করছেন কৃষকরা।
ধান লাগানো থেকে কাটা পর্যন্ত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি কর্মকর্তারা।
ব্রি-৫ হাইব্রিড ধানের অধিক ফলন হওয়ায় আগামীতে অন্য কৃষকদের এই ধান চাষে উৎবুদ্ধ করা হবে বলে জানান উপজেলঅ কৃষি কর্মকর্তা।
জমিতে ব্রি ৫ হাইব্রিড ধান চাষে হেক্টর প্রতি উৎপাদন হয়েছে ১৮ দশমিক ৮ মেট্রিকটন; যা লক্ষ্য মাত্রার চেয়ে কয়েকগুণ বেশী বলে জানায় কৃষি বিভাগ।