ফেনীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন শ্রমিক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
ফেনীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন শ্রমিক নিহত হয়েছে।
সকাল সাড়ে ১১টার দিকে শহরের নাজির রোডে রহুল আমিন ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, বাড়ীর সেফটি ট্যাংক পরিষ্কার করার সময় বিকট শব্দে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ ঘটে। এসময় ভবনের নিচতলাসহ দ্বিতীয় তলার ছাদ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় সেপটিক ট্যাংকের ভেতর এক শ্রমিক চাপা পড়ে। অপর দুই শ্রমিক গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিস কর্মীরা সেপটিক ট্যাংকির ভেতর থেকে অপর শ্রমিকের মরদেহ উদ্ধার করে।