দৃশ্যমান উন্নয়ন নেই ফেনীর দাগনভুঞা পৌরসভায়

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
দৃশ্যমান উন্নয়ন নেই ফেনীর দাগনভুঞা পৌরসভায়।শহরের বেশিরভাগ রাস্তা চলাচলের অনুপযোগী। ড্রেন ও নালাগুলো অপরিষ্কার। অলি–গলিতে ছড়িয়ে আছে ময়লা-আবর্জনা। আর, দখল-দূষণে বন্ধ শহরের একমাত্র দাদনা খালের পানি প্রবাহ।
পৌর শহরের দাশপাড়া এলাকার রাস্তাটি দেখে বুঝার উপায় নেই, এটি এক সময় পাঁকা ছিল। প্রায় রাস্তা এরকম ভাঙা থাকায়, প্রতিদিন দুর্ভোগে পোহাতে হয় পথ চলতি মানুষকে। রক্ষনাবেক্ষনের অভাবে ড্রেনেজ ব্যবস্থারও বেহাল দশা। বর্ষা মৌসুমে ব্যাপক ভোগান্তির স্বীকার হন স্থানীয়রা। নির্দিষ্ট জায়গা না থাকায়, পৌরসভার প্রবেশ মুখেই ফেলা হচ্ছে ময়লা।
৯০ কিলোমিটার রাস্তা ও ৩০ কিলোমিটার ড্রেনের কাজ করেছেন বলে জানান, মেয়র।
মডেল পৌরসভা গঠনে কার্যকর উদ্যোগ চায় পৌরবাসী।