ফেব্রুয়ারীর প্রথম বা দ্বিতীয় সপ্তাহে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত
- আপডেট সময় : ০৭:৩০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ফেব্রুয়ারীর প্রথম বা দ্বিতীয় সপ্তাহে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার- এমনটাই জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। এর আগে শিক্ষক ও কর্মচারীদেরদে ভ্যাকসিন দেয়ার জন্য মন্ত্রণালয় থেকে আবেদন পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
করোনা মহামারীর কারণে ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান । ১০ মাস বন্ধ থাকার পর ফেব্রুয়ারি থেকে সীমিত পরিসরে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়।
দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনেই স্কুলগুলো পাঠদান শুরু করবে।
স্কুলভবনে পর্যাপ্ত জায়গা নেই তবুও সামাজিক দূরত্ব বজায় রাখার শর্ত পূরণে, ক্লাসগুলোতে শিফটিং পদ্ধতি চালু করা হবে।
প্রতিমন্ত্রী আরো জানান, বেসরকারি কিন্ডারগার্টেনগুলো এর আওতায় আসবে কি না, তা স্কুলকর্তৃপক্ষের নিজ নিজ সিদ্ধান্ত।