ফেরি থেকে পড়ে ডুবে যাওয়া যানবাহন উদ্বারে আসছে উদ্ধারকারী জাহাজ রুস্তম
- আপডেট সময় : ০৫:৩৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে উল্টে যাওয়া শাহ আমানত ফেরি থেকে পড়ে ডুবে যাওয়া যানবাহন উদ্বারে আসছে উদ্ধারকারী জাহাজ রুস্তম। ঘটনাস্থলে তৃতীয় দিনের মত কাজ করছে বিআইডব্লিউটি’এর হামজা। চালক ও মালিকদের অভিযোগ ধীরগতিতে চলছে উদ্বার কাজ। কর্তৃপক্ষের দাবী অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় সাবধানে কাজ করতে হচ্ছে, ফলে সময় লাগছে বেশি।
পাটুরিয়া ঘাটে ফেরির তলা ফেটে শাহ আমানত ফেরি উল্টে যায় গত বুধবার। উদ্বারকারী জাহাজ হামজা ৩ দিনে শুক্রবার দুপুর দেড় টা পর্যন্ত ১০টি বড় যানবাহন ও একটি মটর বাইক উদ্বার করতে সক্ষম হয়। শুক্রবার সকাল সাড়ে ৭ টা থেকে দুপর দেড়টা পর্যন্ত উদ্বারকারী দল একটি পণ্যবাহী ট্রাক উদ্বারের কাজ শেষ করতে পারেনি। ৭ ঘন্টায় একটি ট্রাক উদ্বার কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন চালক ও ট্রাক মালিকরা।এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ১৯টি ফেরির অধিকাংশেরই মেয়াদ উত্তীর্ণ। ফেরি উল্টে গিয়ে যানবাহন তলিয়ে যাওয়ায় যাত্রীরা চাচ্ছেন নতুন ফেরি।
নিখোঁজ যানবাহন উদ্বারে প্রত্যয় নয়, আনা হচ্ছে রুস্তম। ফেরি উদ্ধারে প্রয়োজনে বেসরকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হবে।
জেলা প্রশাসনের ৪ সদস্য তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তাদের ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবার কথা। কিন্তু ফেরি উদ্ধার ৫ দিনে সম্ভব না। কমিটি সময় আবেদন করলে বাড়িয়ে দেয়া হবে।
দ্রুত যানবাহন উদ্ধার শেষে ফেরির উদ্ধার কাজ শুরু হোক। আর ফিটনেস বিহীন ফেরির বদলে নতুন ফেরি এ নৌ বহরে যুক্ত হবে এমনটাই দাবী যাত্রী ও চালক ও মালিকদের।