ফের সমালোচনায় সাভার থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল
- আপডেট সময় : ০৬:১৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
সাভারে বিতর্কিত কর্মকান্ডের জন্য ফের সমালোচনায় এসেছে সাভার থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমেদ।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে পুরো জাতি যখন শোকে মুহ্যমান, ধর্মীয় রীতি-নীতি অনুযায়ী ভাব-গম্ভীর্যের সাথে স্মরণ করছে জাতির সুর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের, তখন কতিপয় দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে কেক কেটে বিজয় দিবসের উল্লাস পালন করেছেন সাভার থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমেদ। এ খবর মূহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয় সরকারদলীয় সংগঠন আওয়ামী লীগসহ এর সহযোগী ও অংগ সংগঠনের নেতা-কর্মীদের মাঝে। এ ধরনের হীন কর্মকাণ্ডের কারনে তার রাজনৈতিক প্রজ্ঞা নিয়েও সমালোচনার সৃষ্টি হয়েছে। দলীয় নেতা-কর্মীদের পক্ষ থেকে এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক সাংগঠনিক ব্যবস্থা নেয়ারও দাবি উঠে তার বিরুদ্ধে।