ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক লিয়াকত আলীকে ক্লোজড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
টিপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক লিয়াকত আলীকে ক্লোজড করা হয়েছে। মন্তব্যর বিষয়টি তদন্তে তিন সদস্যের গঠন করা হয়েছে কমিটি। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার রাতে এ আদেশ দেন পুলিশ সুপার সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। টিপ পরায় এক নারীকে পুলিশ সদস্যের হেনস্তায় দেশজুড়ে সমালোচনার সময় প্রতিবাদকারীদের নিয়ে ফেসবুকে ব্যঙ্গ করেছিলেন সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক লিয়াকত আলী। গতকাল ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে নারীর পোশাক নিয়েও মন্তব্য করেন লিয়াকত। তবে সন্ধ্যার দিকে নিজের স্ট্যাটাসটি মুছে দেন তিনি।