ফেসবুকে উস্কানিমূলক মন্তব্য দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত: ৩০জন আহত
- আপডেট সময় : ০২:৩৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কাশিয়ানীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উস্কানিমূলক মন্তব্য দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত: ৩০জন আহত হয়েছে। এ সময় ৩৫টি ঘরবাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পযর্ন্ত কাশিয়ানী উপজেলার কলসি ফুকরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান জানান, অধিপত্য বিস্তার নিয়ে কলসি ফুকরা গ্রামের দেলোয়ার হোসেন দুলু সরদার ও এস এম আবু বক্কার সরদারের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিলো। বৃহস্পতিবার দুই পক্ষের সমর্থকেরা ফেসবুকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক স্ট্যাটাস দিলে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর জেরে সন্ধ্যা থেকে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। রাত পযর্ন্ত চলা এ সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত: ৩০জন আহত হন। এ সময় উভয়পক্ষের প্রায় ৩৫টি ঘরবাড়ি ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল ও ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।