ফেসবুকে কটূক্তির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী জাহিদুর রহমান গ্রেফতার
- আপডেট সময় : ১২:১৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম সম্পর্কে ফেসবুকে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী জাহিদুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোয়ার্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, গত ১, ২ ও ৫ জুন নিজের ফেসবুকে মোহাম্মদ নাসিমকে নিয়ে কটুক্তির অভিযোগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে অ্যাডভোকেট তাপস কুমার সাহা বাদী হয়ে কাজী জাহিদুর রহমানের বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। তথ্য-প্রমাণ ছাড়াই একজন জাতীয় নেতা সম্পর্কে এ ধরনের মন্তব্য করায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষও সংক্ষুব্ধ বলে বাদী অভিযোগ করেছেন। কাজী জাহিদ তার নিজ জেলা নড়াইল আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন। তবে মোহাম্মদ নাসিম সম্পর্কে কটূক্তি করায় গত ১৬জুন দলের প্রাথমিক সদস্য পদ থেকেও তাকে বহিস্কার করা হয়েছে।