ফেসবুকে লাল রংয়ের ছবি দিচ্ছেন কোটা আন্দোলনে সমর্থন দেয়া শিক্ষার্থীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
- / ২১৪৩ বার পড়া হয়েছে
সরকারের ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখান করে চোখে-মুখে লাল কাপড় বেঁধে ছবি তুলে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রোফাইল ছবি দিয়ে কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল রাত ১২টা থেকে এ কর্মসূচি পালক করতে দেখা যায় শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষদের। অনেক তারকাকেও প্রোফাইল ছবি পরিবর্তন করে সমর্থন জানাতে দেখা গেছে। আন্দোলনের সমন্বয়ক মো. মাহিন সরকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনে আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে শত শত শিক্ষার্থীর মৃত্যু ও হাজার হাজার ছাত্র-জনতা আহত হয়ে যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তখনো শিক্ষার্থীদের দাবি না মেনে একাত্তরের হানাদার বাহিনীর মতো মধ্য রাতে বাসা-বাড়ি ব্লকরেইড করে শিক্ষার্থীদের তুলে নিয়ে রিমান্ডের নামে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতন চালানো হচ্ছে।