ফেসবুক ও টেলিগ্রামে ব্লাকমেইলিং ও পর্নোগ্রাফী চক্রের ৯ সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৪৯:১২ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
অপ্রাপ্তবয়স্ক তরুণীদের আপত্তিকর ভিডিও- সামাজিক যোগাযোগ মাধ্যম- ফেসবুক ও টেলিগ্রামে ফাঁস করে ব্লাকমেইলিং ও পর্নোগ্রাফী চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। সংস্থাটি জানায়, তাদের ছবি দিয়ে বানানো ভিডিও দেশ-বিদেশে বিক্রি করেওতারা হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। তবে, মানি লন্ডারিংয়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় সিআইডি। দুপুরে ঢাকার মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির প্রধান মোহাম্মদ আলী মিয়া। টিনেজ শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিংয়ের নামে রাত জেগে কি করছে, অভিভাবকদের তা খেয়াল করার পরামর্শ দেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম- ফেসবুক ও টেলিগ্রামে পাবলিক গ্রুপ এবং পমপম নামে গ্রুপ খোলে একটি পর্নোগ্রাফী চক্র।এসব পর্নো গ্রুপে যুক্ত হতে জনপ্রতি ৫শ’ টাকা আর লাইভ চ্যাটে হাতিয়ে নিতো মাসিক ১ হাজার থেকে ১২শ’ টাকা। এভাবে মূলহোতা সায়েমের অ্যাকাউন্টে পাওয়া গেছে ১৮ হাজার ভিডিও, ২৭ হাজার পর্নো ছবি। তার রয়েছে ৪ লাখ ১০ হাজার ফলোয়ারও।
স্কুল-কলেজ পড়ুয়া ১৩ থেকে ১৯ বছরের তরুণীদের টার্গেট করে, তাদের ফেসবুক ও টেলিগ্রাম থেকে ছবি সংগ্রহ করে পর্নোগ্রাফি বানিয়ে ব্লাকমেইলিং করতো চক্রটি। চাহিদামতো টাকা না দিলে ২/৩ হাজার টাকার বিনিময়ে এসব পর্নোগ্রাফী দেশ-বিদেশে বিক্রি করা চক্রের মুল হোতাসহ ৯ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি।
চক্রের মুলহোতা সায়েমের অ্যাকাউন্ট পর্যালোচনা করে কোটি টাকা লেনদেনের তথ্যও পেয়েছে সিআইডি। সেই সাথে মানিলন্ডারিংয়ের ঘটনাও খতিয়ে দেখছে সংস্থাটি। স্কুল-কলেজের শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিংয়ের নামে অনলাইনে কি করছে সে বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন সিআইডির শীর্ষ কর্মকর্তা।