ফোন পেয়ে কুমিল্লা সিটি নির্বাচনের ফল পাল্টানোর বক্তব্য গুজব : সিইসি
- আপডেট সময় : ১০:১৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
একটি ফোনে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ফল শেষ মুহূর্তে পাল্টানোর বক্তব্যটি গুজব। এটি কোনভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। ভোটের গোপন কক্ষে অনুপ্রবেশকারীদের ‘ডাকাত’ আখ্যা দিয়ে তাদের ঠেকাতে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে বলে জানান সিইসি।
রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে, সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সিইসিসহ অন্য কমিশনাররা। এতে প্রধান নির্বাচন কমিশনার দাবি করেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বড় ধরনের কোনো অনিয়ম হয়নি।
আগামীতে কেন্দ্রের অনিয়ম ও জালভোট ঠেকাতে গোপন কক্ষে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ স্থানীয় সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারকে এলাকা ত্যাগে অনুরোধ করেছিল ইসি। চিঠিতে নির্দেশ দেয়া হয়নি বলে জানান, সিইসি।
ইভিএম নিয়ে কুমিল্লা সিটি নির্বাচনে বড় কোনো অভিযোগ নেই। আগামীতে সব দল নিয়েই জাতীয় নির্বাচনের আশা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।