ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নে আধুনিক যুদ্ধাস্ত্র ও প্রযুক্তিগত উন্নয়নে সেনাবাহিনী
- আপডেট সময় : ০৬:৩৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
- / ১৬২৩ বার পড়া হয়েছে
ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নে প্রতিনিয়ত আধুনিক যুদ্ধাস্ত্র ও প্রযুক্তিগত উন্নয়নে সেনাবাহিনী সমৃদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সকালে চট্টগ্রামের হালিশহর আর্টিলারি সেন্টারের প্যারেড গ্রাউন্ডে পতাকা উত্তোলন ও মিসাইল অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।
সেনাপ্রধান বলেন, বহরে যুক্ত হয়েছে তুরস্ক থেকে আনা অত্যাধুনিক টাইগার একান্ন এলএমআরএস মিসাইল সিস্টেম ও চীন থেকে আনা শোরাড মিসাইল। অত্যাধুনিক মিসাইল দুটি দেশের গুরুত্বপুর্ণ স্থাপনা, আকাশ ও সীমানা প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে।
তিনি বলেন, দুরপাল্লার কামান, রাডার নিয়ন্ত্রিত মিসাইল ও মর্টারসহ আধুনিক অস্ত্র কেনার মধ্য দিয়ে আর্টিলারি বিভাগের সক্ষমতা বেড়েছে আগের চেয়ে অনেক বেশি।
পরে, চট্টগ্রাম সেনানিবাসে বাহিনীর বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ।