ফ্যাশন-লাইফস্টাইল নিয়ে বিজনেস এক্সপো অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
- / ১৬০১ বার পড়া হয়েছে
ফিচার ডেস্ক : শেষ হলো বিজনেস এক্সপো এন্ড ঈদ হোল প্রোগাম ‘গ্লামশো’। এটায় সহায়তা করেছে ফেসটিভ ভাইব। এটি জেসিআই বাংলাদেশের ৪টি লোকাল প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হচ্ছে; এদের নামগুলো হলো: জেসিআই ঢাকা আপটাউন, জেসিআই ঢাকা অ্যাস্ট্রল, জেসিআই ঢাকা ইম্পেরিয়াল এবং জেসিআই ঢাকা নর্থ।
ফ্যাশন এবং লাইফ স্টাইলের উপর ভিত্তি করে দুই দিন ব্যাপী মেলায় ৪০টিরও বেশি ব্র্যান্ড উপস্থিত ছিল। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট জিয়াউল হক ভূঁইয়া।
গ্লামশোর কর্ণধার রাইসা নাসের খান বলেন, ‘প্রতি বছরই তারা এই এক্সিবিশনটা করে থাকেন এবং বিভিন্ন সেক্টর থেকে অংশগ্রহণ করে। যেমন: ইন্ডাস্ট্রিয়ালিজড এবং ছোটখাটো মাঝারি ধরনের এন্টারপ্রাইজেস। এই এক্সিবিশনে নানা ধরনের সামগ্রী যেমন পাঞ্জাবি, কামিজ, সালোয়ার, জুতা, চকলেট আরো বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রয় হয়। এই এক্সিবিশনে অনেক মানুষজন আসেন এক্সিবিশনটি দেখতে।’
এই এক্সিবিশনের কমিউনিটি পার্টনার হিসেবে আছে জেসিআই এর আরো ২৫ টি লোকাল প্রতিষ্ঠান। এই এক্সিবিশনের সিলভার স্পন্সর হচ্ছে পাঠাও বাংলাদেশ, এই এক্সিবিশনের কো স্পন্সর হচ্ছে খন্দকার গ্রুপ অব কোম্পানিজ, রাইজ এবং মাহনূর ডট কো.। কো স্পন্সর খসরুস কিতাব মহল, ইলেকট্রনিক পার্টনার জিও টেলিভিশন।
উল্লেখ্য, জেসিআই ঢাকা আপটাউন একটি নতুন প্রোজেক্ট উদ্ভোধন করেন। একটি নতুন উদ্যােক্তার ব্যবসায়ে সাহায্য করেন যেখানে এবছরের যতগুলো এক্সিবিশন করা হবে বিনামূল্যে তাকে সাহায্য করা হবে এবং স্টোল দেয়া হবে এই ব্যবসাকে সহযোগিতা করার জন্য।