ফ্রাঙ্কফুর্টের সাথে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
উয়েফা ইউরোপা লিগের শেষ আটের প্রথম লেগের ম্যাচে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টের সাথে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা।
প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই বিবর্ণ বার্সা। অন্যদিকে শুরু থেকেই উজ্জীবিত ফুটবল খেলে ফ্রাঙ্কফুর্ট। একের পর এক আক্রমণ করে দলটি। তবে ফিনিশিং ব্যর্থতায় বার বার গোলবঞ্চিত হয় জার্মান ক্লাবটি। গোল শুন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা। তবে বিরতি থেকে ফিরেই লিড নেয় ফ্রাঙ্কফুর্ট। ডি-বক্সের সামনে থেকে জোরালো হাফ ভলিতে গোল করে দলকে এগিয়ে দেয় জার্মান উইঙ্গার আন্সগার। ৬৬ মিনিটে সমতায় ফেরে বার্সেলোনা। ডেম্বেলের পাস থেকে ডি-বক্সে ডি জংয়ের সাথে ওয়ান টু ওয়ানে বল জালে পাঠান ফেররান তোরেস। ১৪ এপ্রিল দ্বিতীয় লেগে নু ক্যম্পে মুখোমুখি হবে দু-দল।