ফ্রান্সের প্রেসিডেন্টকে মানসিক ডাক্তার দেখানোর পরামর্শ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট
- আপডেট সময় : ০৭:১২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
সম্প্রতি ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর কার্টুন দেখানোর অপরাধে ফ্রান্সে এক শিক্ষককে হত্যার পরে ঐ কিশোরকে গুলি করে হত্যা করে হামলাকারীরা। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ফ্রান্স। দেশটির প্রেসিডেন্টকে মানসিক ডাক্তার দেখানোর পরামর্শ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট।
ওই ঘটনার পর ইসলামিক বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। শুরুতে ম্যাকরন বলেন, ‘ফ্রান্স কার্টুন প্রত্যাহার করবে না।’ তিনি আরো বলেন, ফ্রান্সের মুসলমান সম্প্রদায়গুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে এই বিচ্ছিন্নতাবাদীরা। এরপরই ফ্রান্সজুড়ে শুরু হয় ধরপাকড়। এই মত দেয়ায় ম্যাকরনের ‘মানসিক স্বাস্থ্য পরীক্ষা’র প্রয়োজন বলে কটাক্ষ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। তিনি বলেন, ‘একজন রাষ্ট্রনায়ককে এর চেয়ে বেশি বলা যায় না, যিনি বিশ্বাসের স্বাধীনতার বিষয়টিই বোঝেন না। তার দেশে বসবাসরত ভিন্ন বিশ্বাসের লাখো মানুষের সঙ্গে এই আচরণ করেন কিভাবে বলেও প্রশ্ন রাখেন প্রেসিডেন্ট তাইপে?’ বিদেশী সংবাদ সংস্থাগুলোর বরাতে জানা গেছে, এরদোয়ানের এমন মন্তব্যের জেরে ফ্রান্সে অবস্থানরত তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করেছে সে দেশের সরকার।