ফ্রান্সে মহানবী (সা:)’র ব্যঙ্গচিত্রের প্রতিবাদে দেশজুড়ে মানবন্ধন ও বিক্ষোভ অব্যাহত
- আপডেট সময় : ০৬:৩০:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ফ্রান্সে মহানবী (সা:)’র ব্যঙ্গচিত্রের প্রতিবাদে দেশজুড়ে মানবন্ধন ও বিক্ষোভ অব্যাহত রয়েছে। আজও জামালপুর, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, মাদারীপুর, নড়াইল, পটুয়াখালী ও সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে জামালপুরের নরুন্দিতে মানববন্ধন হয়েছে। ইসলাম বিদ্বেষী সকল উগ্রবাদীদের বয়কটসহ, দলমত নির্বিশেষে সকলকে এ ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার আহ্বান জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জে নবাবগঞ্জ সরকারী কলেজের সামনে একই ইস্যুর প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ আহলে হাদীছ যুব সংঘ চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
পুলিশী বাধার মুখে পড়েও কুষ্টিয়ায় হেফাজত ইসলাম সকালে শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মাদারীপুরের কালকিনি উপজেলার তাওহিদী জনতা ও ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
নড়াইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জাতীয় ইমাম সমিতি নড়াইল সদর উপজেলা শাখা।
ফ্রান্সে মহানবী এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপাতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইমাম পরিষদ।
এদিকে, একই ইস্যুতে সাতক্ষীরায় শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা এ সময় বাংলাদেশসহ পৃথিবীর সমগ্র দেশ থেকে ফ্রান্সের পণ্য বয়কট ও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফ্রান্সকে উচিত শিক্ষা দেয়ার আহবান জানান।