ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে রাফায়েল নাদাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৬:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে রাফায়েল নাদাল। চতুর্থ রাউন্ডে কানাডার ফেলিক্স ওজি-আলিইয়াসসিমকে হারিয়ে শেষ আটে জায়াগা করে নিয়েছে এই স্প্যানিশ তারকা।
জয় পেতে নাদালকে খেলতে হয়েছে পুরো পাঁচ সেট।কঠিন লড়াই জিতে পেয়েছেন কোয়ার্টার ফাইনালের টিকিট। রোঁলা গাঁরোয় প্রথম সেটেই নাদালকে ৩-৬ পয়েন্টে হারিয়ে দেন ফেলিক্স। ঘুরে দাঁড়িয়ে পরের দুই সেট ৬-৩ ও ৬-২ পয়েন্টে জেতেন নাদাল। তবে, ফ্লেক্সিস চতুর্থ সেটে জিতে নেন ৬-৩ পয়েন্টে। শেষ সেটে গিয়ে আবারও ৬-৩ পয়েন্টে জিতে ম্যাচ নিজের করে নেন নাদাল। ফেলিক্সের চ্যালেঞ্জ জিতে কোয়ার্টারে উঠলেও, সেখানে কঠিন পরীক্ষার সামনেই পড়ছেন নাদাল। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কাল বিশ্বের এক নম্বর তারকা জকোভিচের মুখোমুখি হবে রেকর্ড ১৩ বারের ফ্রেঞ্চ ওপেন জয়ী এই স্প্যানিশ তারকা।