বই ও শিক্ষাদান পদ্ধতি আধুনিকায়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৯:০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখতে মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ এবং নতুন বই হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি। শিক্ষার্থীদের পুষ্টির পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকে সচেতন হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। শিক্ষার্থীদেরকে আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে গড়ে তুলতে পাঠ্যক্রম, বই ও শিক্ষাদান পদ্ধতি আধুনিকায়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
মাত্র এক মাসের মাথায় প্রকাশ করা হলো এসএসসি ও সমমান পরীক্ষার ফল। ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ এবং প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদেরকে বিনামূল্যে ২০২২ শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালী অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিভিন্ন বোর্ডের ফল হস্তান্তর করেন বোর্ডের চেয়ারম্যানরা।
পাশাপাশি বছরের শুরুতে সব শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার বর্তমান সরকারের উদ্যোগ বাস্তবায়নে ২০১০ সাল থেকে শুরু হয় এই কার্যক্রম।সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের হাতে ২০২২ সালের নতুন বই তুলে দেয়া হয়।
প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন । পরে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
এ সময়, দিক নির্দেশনামূলক বক্তব্যে, করোনার প্রকোপ বেড়ে যাওয়ার আশংকার কথা জানান প্রধানমন্ত্রী। নির্দেশ দেন অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার।
শিক্ষার্থীদেরকে করোনার টিকা নেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যের পাশাপাশি মানসিক বিকাশে যত্নবান হতে হবে।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, দেশে ১০০টিরও বেশি কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠানের কাজ এগিয়ে চলছে।