বকেয়া বেতন-ভাতা ও বোনাস দেয়া না হলে ২৫ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ঈদুল আযহার আগে বকেয়া বেতন-ভাতা ও বোনাস দেয়া না হলে ২৫ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করবে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের সভাপতি আব্দুল আলীম মোল্লা।
একই সঙ্গে পৌরসভা কর্মচারিদের জীবন মান উন্নয়নে উচ্চ আদালতের দেয়া নির্দেশনার বাস্তবায়নসহ ৮ দফা দাবি পুরণের আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলনে। বক্তারা অভিযোগ করেন, দেশের ৩২৯টির মধ্যে প্রায় ৭৫ শতাংশ পৌরসভায় দুই থেকে ৭০ মাস পর্যন্ত বেতন-ভাতা বকেয়া রয়েছে। টাকার হিসেবে প্রায় ৮’শ ৭৫ কোটি টাকা। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছে ১১ হাজার ৬’শ ৭৫ জন পৌর কর্মচারি। সরকারের অন্যান্য প্রশাসনিক ইউনিটের সঙ্গে পৌর কর্মচারিদের বৈষম্য দূর করারও দাবি জানানো হয় এই সংবাদ সম্মেলনে।