বগুড়ায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ হস্তান্তর
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
বগুড়ার সান্তাহারে নিহত ৫ শ্রমিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। মঙ্গলবার প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে মারা যায় তারা। ঘটনায় এলাকায় শোক নেমে এসেছে। অপমৃত্যুর মামলায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ময়নাতদন্ত সম্পন্ন করে–সকালে মরদেহ গুলো স্বজনদের কাছে হস্তান্তর করে আদমদীঘি থানা পুলিশ। নিহত শ্রমিকদের সকলেই সান্তাহার ও আশপাশের বাসিন্দা। এসময় আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধি ও নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন। এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আগুনের সূত্রপাত চিহ্নিতে তদন্ত কমিটি গঠন করা হলেও তারা এখনো কাজ শুরু করেননি বলেও জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সান্তাহারের প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে এই নিহতের ঘটনা ঘটে।