বগুড়ায় এবার আমের উৎপাদন বাড়লেও লিচুর ফলনে বিপর্যয়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩১:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
বগুড়ায় এবার আমের উৎপাদন বাড়লেও লিচুর ফলনে বিপর্যয় হয়েছে। তবে, দু’দিনের ঝড়ে ক্ষতি হয়েছে গাছ-গাছালির। ফল পাকার আগেই ঝরে গেছে বিপুল পরিমাণ আম।
ফল প্রেমীদের সংখ্যা বাড়ছে দিন দিন। এখন আবাদী জমি, বাড়ির উঠান আর অফিসের চারপাশের ফাঁকা জায়গায় লাগানো হচ্ছে আম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন ফলের গাছ। গাছে গাছে ঝুলছে আম, কাঁঠাল। লিচু। গাছে মুকুল এলেও দু’একটি গাছ ছাড়া কোন গাছেই লিচু ধরেনি।
দু’দিনের ঝড়ে শত শত গাছ-পালা ভেঙ্গে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমের।
তবে জেলায় এবার আমের উৎপাদন বাড়ার কথা জানান এই কৃষি কর্মকর্তা।
এবার বগুড়ায় আম, কাঁঠাল, জাম, লিচুর উৎপাদন ধরা হয়েছে সাড়ে আটচল্লিশ হাজার মেট্রিক টন।