বগুড়ায় পাইকারির সাথে খুচরা বাজারে সবজির দামে আকাশ-পাতাল পার্থক্য
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বগুড়ায় পাইকারির সাথে খুচরা বাজারে সবজির দামে আকাশ-পাতাল পার্থক্য চলছে। দ্বিগুণেরও বেশি দামে খুচরা বাজারে বিক্রি হচ্ছে সবজি। এতে উপযুক্ত দাম পাচ্ছেন না কৃষক। ক্রেতাদেরও গুণতে হচ্ছে বেশি দাম।
বাজার এখন শীতকালীন সবজিতে ভরা। তবুও কমছে না দাম। বগুড়ার মহাস্থান সবচেয়ে বড় সবজির পাইকারি বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৫ টাকা। শহরের বাজারে সেই মরিচ বিক্রি হচ্ছে একশ’ থেকে ১২০ টাকা কেজি। একই অবস্থা লাউ, ফুলকপি, মুলাসহ সব ধরনের সবজির।
স্থানীয় হাট-বাজার থেকে শত শত ট্রাক সবজি যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। সবখানেই বিক্রি হচ্ছে চড়া দামে।
দামের ব্যবধান কমাতে বাজার মনিটরিংয়ের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান, এই কর্মকর্তা।
উৎপাদিত পণ্য নিজেরাই ক্রেতার কাছে সরাসরি বিক্রি করার সুযোগ চায়, কৃষক। এ ব্যাপারে সরকারি উদ্যোগের দাবি জানান তারা।