বগুড়ার লাল মরিচের খ্যাতি দেশজোড়া
- আপডেট সময় : ০৮:১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
মরিচ চাষে বিখ্যাত বগুড়া। সেখানকার লাল মরিচের খ্যাতি দেশজোড়া। কিন্তু সেই মরিচ নিয়েই এবার বিপাকে কৃষকরা। ঘন কুয়াশায় মরিচ ক্ষেতে পঁচন ধরেছে। লোকসানের আশঙ্কায় হতাশ চাষীরা।
বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে সবচেয়ে বেশি মরিচ চাষ হয়। লাভজনক ফসল হওয়ায় দিন দিন বাড়ছে মরিচ চাষ। এবারো অনেক স্বপ্ন নিয়ে মরিচ বুনেছে চাষীরা। কিন্ত কদিন থেকেই মরিচের জমিতে দেখা দিয়েছে নানা রোগ বালাই। গাছগুলো কালো হয়ে, পাতা গোড়া ও শিকড় পঁচে যাচ্ছে।
কৃষকদের অভিযোগ, দু:সময়ে পাশে পাচ্ছেন না কৃষি কর্মকর্তাদের। লোকসানের আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছে তারা।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিচ ক্ষেত ঘুরে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কৃষি কর্মকরতাদের তাগিদ দিয়েছেন। আর জমিতে ছত্রাক নাশক দেয়ার পরামর্শ দিলেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক।
কৃষি বিভাগের হিসেবে, বগুড়ায় এবার সাড়ে ছয় হাজার হেক্টর জমিতে মরিচ লাগানো হয়েছে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৮ হাজার টন।