বগুড়ায় ইটভাটার বিষাক্ত গ্যাসে পুড়ে গেছে ৭০ বিঘা জমির ধান
- আপডেট সময় : ০২:৩৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বগুড়ায় একটি ইটভাটার বিষাক্ত গ্যাসে রাতারাতি পুড়ে গেছে ৭০ বিঘা জমির ধান। ভরা মৌসুমী ফসল হারিয়ে অসহায় হয়ে পড়েছে কৃষক। ঘরে ঘরে চলছে নিরব কান্না। ক্ষতিপূরণ দাবি করেছে ক্ষতিগ্রস্তরা। এব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। বগুড়া থেকে জাকারিয়া বিপ্লবের ক্যামেরায়, আরিফ রেহমানের প্রতিবেদন।
শাজাহানপুরের জামালপুর গ্রামে সিরাত ব্রিকস থেকে গেল সোমবার রাতে বিষাক্ত গ্যাস ছড়ায়। এতে পুড়ে যায় পুরো এলাকার ধান,সবজি, বাঁশঝাড়সহ বিভিন্ন গাছ। ক্ষতিগ্রস্থ হয় ৫০ জনেরও বেশী কৃষক। সমিতি আর দাদন ব্যবসায়ীদের কাছে ঋণ নিয়ে যারা ফসল করেছে তারা এখন বেশি অসহায়। যে ইটভাটা থেকে গ্যাস ছড়িয়ে এতো ক্ষতি হয়েছে। সেই মালিকের কাছে ধর্ণা দিয়েও কোন লাভ হচ্ছে না ক্ষতিগ্রস্থদের।
উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবেশ বিপর্যয়ের কারণে তিন লাখ টাকা জরিমানা করেছে অভিযুক্ত ইটভাটা মালিককে।
কৃষকদের ক্ষতিপূরণ দিতে প্রয়োজনীয় সহযোগিতার কথা জানান স্থানীয় সংসদ সদস্য।
ক্ষতি নিরূপণ করে দ্রুত ক্ষতিপূরণ প্রদান এবং ইটভাটার মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান স্থানীয় কৃষকরা।