বগুড়ার সবজির বাজারে ধস নেমেছে
- আপডেট সময় : ০৪:৫৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে ট্রাকসহ পরিবহন চলাচল হঠাৎ করে বন্ধ করে দেয়ায়, বগুড়ার সবজির বাজারে ধস নেমেছে। অর্ধেক দামে কেনাবেচা হচ্ছে শীতের সব ধরনের সবজি। আর ক্রেতা না থাকায়, ক্ষতিগ্রস্থ কৃষকরা দিশেহারা।
বগুড়ার মহাস্থান,পীরগাছা, নয়-মাইলসহ কয়েকটি স্থানে প্রতিদিন সকালে বসে সবজির বাজার।কৃষকরা সূর্যের আলো ফোটার আগেই ক্ষেতের সবজি নিয়ে আসেন। ঢাকা, চট্রগ্রাম সিলেটসহ বিভিন্ন জেলার পাইকারী ক্রেতারা আসেন কিনতে। কিন্তু গেল কয়েক দিনের পরিবহন ধর্মঘটে ক্রেতাশূণ্য এখন বাজারগুলোতে।
অন্য দিনের চেয়ে অর্ধেকেরও কম দামে সবজি কেনা-বেচা হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।
ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা হলেও শ্রমিকরা যানবাহন চালাচ্ছে না বলে জানালেন পরিবহন মালিক নেতা।
কৃষকের উৎপাদিত ফসলের মুল্য নিশ্চিত আর জনগনের দুর্ভোগ কমাতে পণ্যবাসীসহ সব ধরণেল যানবাহন চলাচল স্বাভাবিক রাখার দাবি বগুড়াবাসীর।