বগুড়ার সান্তাহারে প্লাস্টিক কারখানায় আগুনে পুড়ে ৫ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
বগুড়ার সান্তাহারে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে পাঁচ শ্রমিক মারা গেছে। শ্রমিকদের পরিবারগুলোতে এখন শুধুই আহাজারি। বগুড়া-নওগাঁ ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কয়েক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বগুড়ার সান্তাহারে বশিপুরে বিআইআরএস একটি প্লাস্টিক কারখানায় কাজ করে প্রায় এক’শ শ্রমিক। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় হঠাৎ আগুন লাগে কারখানায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আগুনে দগ্ধ হয়ে মারা যায় ৫ শ্রমিক। এসময় আহত হয় অন্তত ২০ জন। নিহতের স্বজনদের মধ্যে এখন শুধুই আহাজারি।
আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক এবং পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আগুনের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণ দাবি করেন নিহতের স্বজনরা।