বগুড়ায় এবার রেকর্ড পরিমাণ আমন ধান উৎপাদন হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
বগুড়ায় এবার রেকর্ড পরিমাণ আমন ধান উৎপাদন হয়েছে। বিঘা প্রতি ফলন বেড়েছে দ্বিগুণ। হাট-বাজারে ধানের দাম ভালো পেয়ে খোশ মেজাজে আছেন কৃষকরা।
ফসলের মাঠজুড়ে এখন ধান কাটার উৎসব চলছে। ফলন নিয়ে প্রচলিত ধারনাও পাল্টে যাচ্ছে কৃষকের। প্রতি বিঘায় ১৫ থেকে ১৬ মণের জায়গায়, এবার ধান হয়েছে প্রায় ২৮ মন। বিনা-১৯, বিনা-১৭, ব্রি-৭৫ সহ কয়েকটি উচ্চ ফলনশীল জাতের ধান চাষ বেড়েছে।
উপযোগী আবহাওয়া আর সার কীটনাশকের সঠিক ব্যবহারের কারনে ধান এবার লাভজনক ফসলের অবস্থান নিয়েছে। ভালো ফলন আর দামে খুশি কৃষকরা।
আগামীতে ধানের উৎপাদন আরো বাড়বে বলে মনে করেন, এই কৃষিবিদ। বগুড়ায় এবার ধানের উৎপাদন হয়েছে ১ লাখ ৮২ হাজার ৬২০ হেক্টর জমিতে। এতে চালের উৎপাদন হবে প্রায় ৪৮ হাজার ১৩৪ মেট্রিক টন।