বগুড়ায় তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ১৫ জন
- আপডেট সময় : ০২:০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / ১৫১৪ বার পড়া হয়েছে
বগুড়ায় তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছে।
ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি বাস মহাসড়কের শেরপুর উপজেলার দশমাইলে পৌঁছলে ঢাকাগামী সৃষ্টি পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সৃষ্টি পরিবহনের চালক ও সুপারভাইজার মারা যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দু’জন মারা যায়। অন্যদিকে, সকাল সাড়ে ৮টায় মহাসড়ের ছোনকা এলাকায় ঢাকাগামী একটি ট্রাক, পিকআপের পেছনে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতগামী অন্য একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়।
এদিকে, ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের আড়–মুখী গ্রামের মাটি টানা ট্রাক্টরের চাপায় মহিদুল বিশ্বাস নামের এক কৃষক নিহত হয়েছে। সকালে বাড়ি থেকে গ্রামের মাঠে যাচ্ছিল মহিদুল বিশ্বাস। পথে ঘটনাস্থলে পৌঁছালে মাঠ থেকে মাটিবোঝায় নিয়ে ট্রাক্টর রাস্তায় ওঠার সময় মহিদুল বিশ্বাসকে চাপায় দেয়।