বগুড়ায় বন্যায় অর্ধলক্ষাধিক কৃষকের হাজার হাজার হেক্টর জমির ফসলের মারাত্মক ক্ষতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১২:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ভয়াবহ বন্যার কবলে পড়েছে বগুড়ার তিন উপজেলা। বন্যায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে অর্ধলক্ষাধিক কৃষকের হাজার হাজার হেক্টর জমির ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহযোগিতা চান তারা।
ফসল কেটে ঘরে তোলার সময়েই বন্যা আঘাত হানে। পানিতে ডুবে যায় পাট, ভুট্টা, আউস ধান, তিল, সবজিসহ বিভিন্ন ফসল। সরকারি হিসেবে, বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনটে সাত হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৭৫ কোটি টাকা।
ফসলের ক্ষতিতে চরম হতাশায় পড়েছে কৃষক। আগামী দিনগুলো কিভাবে চলবে এ নিয়ে দু:শ্চিন্তায় তারা।
কৃষকের ক্ষতি নিরূপণ করে সহযোগিতা দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে জানান, এই কর্মকর্তা।
পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফসলের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারিভাবে নগদ টাকা ও কৃষি উপকরণ সহযোগিতা চান ক্ষতিগ্রস্থ কৃষকরা।