বগুড়ায় মড়ক লেগে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে মুরগির খামার
- আপডেট সময় : ০১:৫৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
বগুড়ায় মড়ক লেগে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে মুরগির খামার। নানা রোগ ছড়িয়ে পড়ছে খামারগুলোতে। এরই মধ্যে অধিকাংশ মুরগীর খামার বন্ধ হয়ে গেছে। এতে চরম আর্থিক বিপর্যয়ে পড়েছে পোল্ট্রি খামারীরা। পোল্ট্রি শিল্প বাঁচাতে বিশেষ সহযোগিতা চান এসব খামার মালিক।
কর্মসংস্থান আর প্রাণিজ আমিষের চাহিদা মেটাতে বগুড়ায় ছোট-বড় মিলিয়ে গড়ে উঠেছে পাঁচ হাজারেরও বেশি মুরগির খামার। এখানকার মুরগি সরবরাহ হয় সারাদেশে। এ শিল্পে কর্মসংস্থান হয়েছে হাজার হাজার মানুষের। কিন্তু গত দু’মাস ধরে হঠাৎ করেই খামারগুলোতে রাণীক্ষেত, গাম্বুরা, লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মুরগি। এতে সোনালি, ব্রয়লার ও লেয়ার জাতের মুরগি মারা যাচ্ছে।
খামারীদের অভিযোগ, এ পর্যন্ত অর্ধেকেরই বেশি খামার বন্ধ হয়ে গেছে। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন খামারীরা। রোগ প্রতিরোধে ভালো ওষুধ মিলছে না বাজারে।
সরকারিভাবে ভ্যাকসিন সরবরাহের দাবি পোল্ট্রি মালিক সমিতির নেতাদের। তবে, খামার বাঁচাতে ওষুধের পরামর্শ দিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
পোল্ট্রি শিল্প টিকিয়ে রাখতে সরকারের কাছে খাদ্য এবং ওষুধের জন্য বিশেষ প্রণোদনা চেয়েছেন এ অঞ্চলের খামারীরা।